অনলাইন নির্ভর নতুন প্রজন্মের কাছে ক্রেডিট কার্ডের ব্যাবহার দিন দিন ক্রমাগত হারে বেড়ে চলেছে। অনলাইন জগতে ক্রেডিট কার্ড এর বিকল্প খুব কম রয়েছে। কোনো কিছু ক্রয় বা বিক্রয়ের একমাত্র বিশ্বাসী পেমেন্ট ব্যাবস্থায় ক্রেডিট কার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। তবে ক্রেডিট ব্যাবহার এর কিছু সুবিধা ও অসুবিধার দিক রয়েছে৷
ক্রেডিট কার্ড
সরাসরি ব্যাংকের সাথে সংযুক্ত থাকার ফলে ব্যাবহার কারীকে আস্থা হারাতে হয় না কখনোই। ফ্রিল্যান্সার দের কাছে ক্রেডিট কার্ড ছাড়া তাদের অনলাইন যাত্রার সমাপ্তি ঘটাতে হয়।
অনলাইনে যারা কাজ করেন তাদের কাছে ক্রেডিট ওতপ্রোতভাবে জড়িত। আজকের আর্টিকেলে আমরা ক্রেডিট কার্ড এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করবো।
ক্রেডিট কার্ড কি ?
ক্রেডিট একটি ডিজিটাল পেমেন্ট কার্ড সিস্টেম। আপনি যেকোনো মার্কেটপ্লেসে যেখানে কার্ড সিস্টেম রয়েছে সেখানে একটি ডিজিটাল কার্ডের মাধ্যমে প্যেমেন্ট করতে পারবেন। আপনার ব্যাংক একাউন্টে যদি কোনো টাকা না থাকে তবে ও আপনি যেকোনো যায়গায় ক্রেডিট কার্ডের মাধ্যমে প্যেমেন্ট করতে পারবেন।
ব্যাংক আপনার হয়ে পেমেন্ট গুলো করে দিবে। পরবর্তী সময়ে আপনার একাউন্ট থেকে নির্ধারিত টাকা টি কেটে নিবে৷
ট্যাপ অ্যাকাউন্ট খোলার নিয়ম
এখানে, ব্যাংক নিজে কেন আপনার টাকা টি পেমেন্ট করবে? ব্যাংক ইতিমধ্যেই আপনার সম্পর্কে জানে। আপনার সকল তথ্য ব্যাংকের কাছে রয়েছে। আপনি কি চাকরি করেন, আপনার আয়ের উৎস কি এ সকল বিস্তারিত জেনেই আপনাকে একটি ক্রেডিট কার্ড ব্যাংক কতৃপক্ষ প্রদান করে থাকে।
ক্রেডিট কার্ড কেন প্রয়োজন?
টাকার নিরাপত্তা প্রদান করতে ক্রেডিট এর ভূমিকা অতুলনীয়। সব স্থানে আপনি ক্যাশ টাকা নিয়ে যাওয়া অনেক বেশী রিস্কি ব্যাপার। কিন্তু একটি ক্রেডিট স্বপ্ল যায়গার মধ্যে নিয়ে যাওয়া সম্ভব। বড় ধরনের কেনাকাটার ক্ষেত্রে ক্রেডিট কার্ড এর ব্যাবহার অনেক বেশী। অনলাইনে যেকোনো প্রোডাক্ট ক্রয় করার জন্য ক্রেডিট কার্ড ছাড়া বিকল্প লক্ষনীয় খুব কম।
নিউজপোর্টাল
ক্রেডিট কার্ডের সুবিধা ও অসুবিধা
যেহেতু কার্ড সিস্টেমে সব প্যেমেন্ট হয় তাই ক্রেডিট কার্ডের সুবিধা যেমন রয়েছে পাশাপাশি কিছু অসুবিধা ও লক্ষ করা যায়। অনেকেই মনে করেন ক্রেডিট কার্ড ব্যাবহার করতে বাড়তি একটি খরচ দিতে হয়।ক্রেডিট কার্ড ব্যাবহার করার পূর্বে ক্রেডিট কার্ড সুবিধা এবং অসুবিধা গুলো জেনে রাখা অতি প্রয়োজনীয় বিষয়।
ক্রেডিট সম্পর্কে স্পষ্ট ধারণা না রেখে ব্যাবহার করাটা একসময় ক্রেডিট কার্ড কে বাড়তি একটি ঝামেলা মনে হতে পারে।ক্রেডিট কার্ডের একমাত্র প্রতিযোগি হচ্ছে ডেবিট কার্ড সিস্টেম। গ্রাহক কে উচ্চতর সেবা প্রধান করার জন্য ব্যাংক কতৃপক্ষ বাড়তি সুবিধা প্রদান করে। চলুন জেনে নেই ক্রেডিট কার্ডের ব্যাবহারে কি কি সুবিধা ও অসুবিধা রয়েছে -
ক্রেডিট কার্ডের সুবিধা
তাৎক্ষনিক ভাবে লোন পেতে ক্রেডিট কার্ড আপনাকে সহায়তা করবে। মনে করুন, আপনি একটি রেস্টুরেন্টের বিল প্রদান করতে গেলেন। দেখা গেল বিল আসছে ৫ হাজার টাকা কিন্তু কআপনার ব্যাংক একাউন্টে আছে ২ হাজার টাকা।কিন্তু আপনি ৫ হাজার টাকা সম্পুর্ন পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে।
রিওয়ার্ড প্রদান
ক্রেডিট কার্ড ব্যাবহার কারীদের ব্যাংক কতৃপক্ষ রিওয়ার্ড প্রদান করে। আপনি আপনার কাজের জন্য ক্রেডিট কার্ড ব্যাবহার করবেন কিন্তু পরিবর্তে আপনি রিওয়ার্ড পাবেন। এটি একটি বাড়তি সুবিধা।
ক্রেডিট স্কোর বাড়ানো
আপনার ক্রেডিট স্কোর যত বেশী থাকবে আপনার ক্রেডিট কার্ড ব্যাবহার এর সুবিধা তত বাড়বে। ক্রেডিট স্কোর বাড়াবার জন্য প্রতিনিয়ত ক্রেডিট ব্যাবহার করতে হবে। সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত আপনি স্কোর বাড়িয়ে নিতে পারবেন।
নিরাপত্তা ব্যাবস্থা
ব্যাংক সবসময় চেষ্টা করে ক্রেডিট কার্ড ব্যাবহার কারীর নিরাপত্তা সম্পর্কে। খরচ বেশী হওয়া থেকে রক্ষা করে। এক স্থানে বাড়তি পেমেন্ট প্রদান এর ক্ষেত্রে নিরাপত্তার বিষয় কে বেশী প্রধান্য দেয়।আপনার ক্রেডিট কার্ড চুরি হয়ে গেলে চোর যদি আপনার কার্ড থেকে টাকা ব্যাবহার করে তাহলে ব্যাংক কতৃপক্ষের মাধ্যমে আপনি টাকা টি পুনরায় আপনার একাউন্টে ফেরত পাবেন।
বোনাস সুবিধা
ক্রেডিট কার্ডে প্রতিনিয়ত অফার প্রদান করে। যেমন - এত টাকা ব্যয় করলে এত টাকা ক্যাশব্যাক পাবেন। ব্যায়ের পাশাপাশি আপনি ক্যাশব্যাক এর মাধ্যমে বাড়তি আয়ের সুবিধা নিতে পারবেন।
কার্ড পরিবর্তন
আপনার কার্ড টি সবসময় পরিবর্তন যোগ্য। আপনি যদি মনে করেন এই অফারের কার্ডে খরচ বেশী হচ্ছে তাহলে আপনি যেকোনো সময় অন্য অফারের কার্ডের সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। কোনো প্রকার বাড়তি ঝামেলা ছাড়াই।
ক্রেডিট কার্ডের অসুবিধা
ব্যাংক আপনাকে সাময়িক লোনের মাধ্যমে আপনাকে কেনাকাটায় সহায়তা করে এবং মাসব্যাপী আপনি ওই টাকা টা ফিডব্যাক দিতে পারবেন। কিন্তু দেখা গেল আপনি একের পর এক লোন নিয়ে পন্য ক্রয় করছেন কিন্তু ফিডব্যাক দিচ্ছেন না।
এসব ক্ষেত্রে সব খরচ গুলো একসাথে আপনার উপর চলে আসে। তখন কার্ড টির অসুবিধা লক্ষ করা যায়। বেশী খরচ এড়াতে পন্য কেনার পর বাড়তি লোনের টাকা পরিশোধ করে দিন এক মাসের মধ্যে।
ক্রেডিট কার্ড ফি
ক্রেডিট কার্ড ব্যাবহার করতে হলে আপনাকে গুনতে হবে বাৎসরিক একটি ফি। বছর শেষে ফি প্রদান করে আপনার কার্ড টি সচল রাখতে হবে। অন্যথায় আপনার কার্ড টি কাজ করবে না।
ক্রেডিট স্কোর হ্রাস
বাৎসরিক ফি প্রদান, মাসব্যাপি লোন পরিশোধ না করতে পারলে আপনার ক্রেডিট স্কোর কমতে শুরু করবে। যদি উক্ত কাজ গুলো আপনি দেরিতে করেন আপনার ক্রেডিট স্কোর আসতে আসতে কমে আসবে। ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় অসুবিধা এটি।
লোন অসুবিধা
০% সুদের হারে ব্যাংক লোন পরিশোধ এর একমাত্র ব্যাবস্থা ক্রেডিট কার্ড। তবে সময় মতো আপনি আপনার ক্রেডিট কার্ডের লোন যদি না দিতে পারেন।
মাস শেষে গুনতে হবে আপনাকে এক্সটা জরিমানা৷ মাস শেষের আগেই ব্যাংক আপনাকে আপনার লোন এর একটি স্টেটমেন্ট আপনাকে প্রদান করে দিবে। উক্ত লোন কার্যদিবসের পূর্বেই প্রদান করতে হবে।
এক্সটা চার্জ
ক্রেডিট কার্ড যেমন তার গ্রাহক কে বোনাস প্রদান করে ঠিক তেমন ভাবে অতিরিক্ত চার্জ ও কেটে নেয়। ধরুন, কোথাও পেমেন্ট এর ক্ষেত্রে এক্সটা চার্জ দিতে হয়, কোনো সাইটে দিতে হলে অতিরিক্ত চার্জ কেটে নেয়।
বোনাস এর পাশাপাশিই চার্জ কেটে নেওয়া ক্রেডিট কার্ড ব্যাবহার কারীদের কাছে একটি বড় অসুবিধা।
শেষ কথা
ক্রেডিট কার্ড যেমন তার গ্রাহক কে সুবিধা প্রদান করে তেমনি সঠিকভাবে নিয়ম না মেনে ক্রেডিট কার্ড ব্যাবহার করলে পোহাতে হয় অতিরিক্ত অসুবিধা।এসব অসুবিধার মুখোমুখি না হতে চাইলে সঠিক ভাবে ব্যাংক নির্দেশনা মোতাবেব ব্যাবহার করতে হবে ক্রেডিট কার্ড। আপনার অজান্তে নিয়ম এর বিপরীতে চলে গেলে আপনি পরবর্তীতে ক্রেডিট কার্ড ব্যাবহার কে বাড়তি অসুবিধা মনে করবেন।
প্রত্যেকটি জিনিসের সুবিধা যেমন থাকে অসুবিধা ও থাকে। কোন কোন বিষয় গুলো অসুবিধায় ফেলবে সেগুলোকে বাছাই করে ব্যাবহার করা অতি জরুরি। ক্রেডিট কার্ডের ব্যাবহার আপনাকে অনেক বেশী সুবিধা প্রদান করবে অন্তত এই ডিজিটাল সময়ে।